Ad

টেলিগ্রাম নামক অ্যাপ সম্পর্কে কিছু কথা।

 টেলিগ্রাম নামক অ্যাপ সম্পর্কে কিছু বলবেন কি? এই অ্যাপ্লিকেশন থেকে আমি কি কিছু শিখতে পারবো?

টেলিগ্রাম অ্যাপ

টেলিগ্রাম একটি মেসেজিং অ্যাপ। এর প্রতিষ্ঠাতাগণ হলেন: নিকোলাই দুরোভ , পাভেল দুরোভ রাশিয়ান দুই ভাই। এটি প্রতিষ্ঠিত হয়েছে মার্চ, ২০১৩সালে। টেলিগ্রাম অ্যাপ ব্যবহারকারীরা টেলিগ্রামের মাধ্যমে ছবি, স্টিকার , ভিডিও, অডিও, বার্তাসহ যেকোনো ধরনের নথি পাঠাতে পারে। ঐটি ব্যবহার করাও সহজ, হোয়াটসঅ্যাপ এর মতোই । অবশ্য ব্যবহারের দিক থেকে এটিকে হোয়াটসঅ্যাপ এর চেয়েও বেশি "কার্যকর" এবং "নিরাপদ" বলে মনে করেন কর্তৃপক্ষ।

টেলিগ্রাম একাউন্ট ফোন নাম্বার এর সাথে যুক্ত ও এসএমএস এর মাধ্যমে তা নিশ্চিত করা হয়।

সুবিধা সমূহ:

১) বড় সাইজের ফাইল ডাউনলোড করা সহজ

২) বড় নথি, ভিডিও আদান প্রদান করা সহজ, সুবিধাজনক।(১.৫ গিগাবাইট পর্যন্ত)

৩) নিরাপদ বার্তা প্রদান

৪) বার্তা পাঠানোর ৪৮ ঘন্টার মধ্যে তা ডিলেট করা যায় এবং দুদিকেই বার্তা পরিবর্তন ও মোছা সম্ভব।

৫)সংযুক্ত নাম্বার যেকোনসময় পরিবর্তন করা যায় এবং তাতে ব্যবহারকারীর কন্টাক্টরা নতুন নাম্বার স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যায়।

৬) ব্যবহারকারীরা চায়লে সুডোনাম দিতে পারে, যাতে নিজের নাম্বার প্রকাশ ছাড়াই তারা কথা বলতে পারে।

৭)যেকোনসময় টেলিগ্রাম অ্যাকাউন্টসমূহ মুছে ফেলা যায় এবং ছয় মাসের নিষ্ক্রিয়তায় নিজে থেকেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়।

৮) এটি প্রাইভেট। টেলিগ্রামের মেসেজগুলো ব্যাপকভাবে এনক্রিপড করা

৯) তথ্য আদান-প্রদান দ্রুততর।

১০) সিকিউর

১১) এটি ফ্রি

১২) সিক্রেট চ্যাট করার সুবিধা

অসুবিধা:

১) ডাউনলোড কৃত ফাইলটি খুঁজে পেতে একটু কষ্ট হয়।

শিক্ষাক্ষেত্রে টেলিগ্রাম অ্যাপ যেভাবে ব্যবহার করা যেতে পারে:

১) শিক্ষকের কাছে এসাইনমেন্ট জমা দিতে ছাত্ররা এই অ্যাপ্লিকেশনকে মাধ্যম হিসেবে বেছে নিতে পারে।

২) ক্লাসমেটরা মিলে স্টাডি করার গ্রুপ তৈরী করে অথবা চ্যানেল তৈরী করে সেখানে আলোচ্য বিষয়ের সাথে সম্পর্ক যুক্ত তথ্য, ভিডিও, নথি, ছবি আদান প্রদান করতে পারেন।

সম্পাদনা ১: বর্তমানে টেলিগ্রাম ওয়ান-অন-ওয়ান ভয়েসকল/ভিডিওকলের সুবিধা দিচ্ছে।

****(ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ভুল তথ্য দিয়ে থাকলে সঠিকটি জানিয়ে আমাকেও সহায়তা করবেন)****

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url